লালন ফকীর রচিত গান নং ১১০

আচলা ঝোলা তিলক মালা মাটির ভাড় দেবে হাতে ।
গৌর কলঙ্কিনী ধনী হোসনে লো কোনোমতো ।।
মোটা মোটা মালা গলে তিলক চন্দন তার কপালে ।
থাকতে হবে গাছের তলে মালাতে হবে জল খেতে ।।
বৃন্দবনের ন্যাড়ানেড়ী বেড়ায় ব্রজের বাড়ি বাড়ি ।
তারা যোগাড় করে সেবার কাড়ি শাক চচ্চরি ওল ভাতে ।।
গৌরপ্রেমের করে আশা দেখে যে আমাদের দশা ।
ঘর ছেড়ে জঙ্গলে বাসা কামড়ায় মশামাছিতে ।।
গৌরপ্রেমের এমনি ধরণ ব্রজগোপীর অকৈতব করণ ।
সিরাজ সাঁইয়ের চরণ ভুলেরে লালন বেড়ায় অকুলেতে ।।