লালন ফকীর রচিত গান নং ৪৮

আছে আল্লা আলে রসুল কলে তলের উল হলোনা ।
অজান এক মানুষের করণ তলে করে আনাগোনা ।।
আল্লাহ আহলাদিনীরে দুইরুপে নৃত্য করে ।
দুইরুপ মাঝার রুপ মনোহর সে রুপ কেউ বলেনা ।।
নারী পুরুষ নপুংসকরে তাহার তুলনা হয় তাহারে ।
সে রুপ অন্বেষণ জানে সেইজন শক্তি উপাসনা ।।
শক্তিহারা ভাবুক যে কপট ভাবের উদাসী সে ।
লালন বলে তার জ্ঞানচক্ষু আঁধার রাগের পথ চেনেনা ।।