জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫৬

কালে শূণ্যে জমেছে কাছারি
কালীগঞ্জে যাওনি কভু, চরকারে কও রেলগাড়ি ।।
মাছ কি থাকে বন জঙ্গলে, চান কি থাকে জলের তলে
হাতী ঘোড়ায় বান্ধে কি ঘরবাড়ি ?
বোটা ছিড়লেই ফল কি পাকে, মধু কি হয় ভীমরুলের চাকে
দাড়ি ছাটতে লাগে কি তরবারী ?
তুলতে যদি চাওরে মাখন, লওগে তুমি গুরুর স্মরণ
মরণ ভয়ে ভীতু সব নরনারী
কালকে জানো কালী বলে, মুণ্ডমালা তারি গলে
কালেই আসা কালেই যাওয়া, কালের ঘরের মূল যে তারি ।।