দুর্বিন শাহ রচিত গান নং ৩৩৬

উদয় হইলো ভানুরে, কানাই উঠো রে জাগিয়া
ডাকে ধেনু আয় ভাই কানু গোষ্ঠের লাগিয়া রে ।।
মা যশোদা বলাই দাদারে আছে তোমার পানে চাইয়া
শুক সারি কোকিল ডাকে ডালেতে বসিয়া রে ।।
মা জননী ক্ষীর ননী রে কানাই রেখেছে সাজাইয়া
গোষ্ঠের কাজে রাখাল সাজে ধেনু বতস লইয়া রে ।।
নিয়া কলসি রাই রুপসীরে কানাই রইয়াছে দাড়াইয়া
আজ কেন বাজায় না বাশি রাধার নাম ধরিয়া রে ।।
সুখের শয্যায় কত নিদ্রায় রে কানাই রইয়াছো ভুলিয়া
দুর্বিন শার ডাকে বলাই বাশিটি বাজাইয়া রে ।।