দুর্বিন শাহ রচিত গান নং ২৩৮

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে ।।
ছামিউন বাসিরুন তুমি
সব দেখো আর শোনো
তবে কেন দুঃখিনীরে
বাসিলে রে ভিন্ন
কপালপোড়া দুঃখ আমায়
কেন গেলে দিয়া
দাসীর প্রতি হলে নিদয়
কোন বা দোষী পাইয়া রে ।।
একদিন তুমি ছিলে কইয়া
আমায় রেখো মনে
আমি তোমায় করবো স্মরণ
কিবা নিশিদিনে
সেই কথাটা প্রাণের বন্ধু
নাই তোমার স্মরণ
আমি দাসী চিরদুঃখীর
সার হইলো কান্দন রে ।।
যত দুঃখ আছে বন্ধু
ভান্ডারে তোমার
সব দুঃখ আমায় দাও
বলি বারে বার
তবু প্রাণের বন্ধু
সদায় সুখে থাকো তুমি
দুর্বিন শা কয় তোমার সুখে
সদায় সুখি আমি রে ।।