দুর্বিন শাহ রচিত গান নং ২৮০

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী ।
তার সনে কার পিরিতি রইলো খোদা গেলো জাতি
আপ্ত জ্ঞাতি সব হইয়াছে বৈরী গো রাইকিশোরী ।।
বাড়াইলে ভালোবাসা আমায় দিয়াছিলে আশা
প্রেমসাগরে ভাসাইলাম তরী
না জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে শেল মারিয়া
কোন পরাণে রইয়াছে পাশরি গো রাইকিশোরী ।।
তোমার মন জানিয়া সরল মনপ্রাণ দিয়াছি সকল
কোন পরানে করিলে চাতুরি
নারীজাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়
সর্বস্ব ধন করে নিলে চুরি গো রাইকিশোরী ।।
মনপ্রাণ তোমারে দিয়া প্রাণশূণ্য দেহ লইয়া
কতদিন থাকিবো ধৈর্য্য ধরি
এই প্রতিফল তোমার প্রেমে কাছে বসে ডাকে যমে
এই দুর্বিন শা যাবে শ্মশানপুরী গো রাইকিশোরী ।।