তোমার পিরিতে বন্ধু মরিবো ঝুরিয়া
মনে কি পড়েনা আমায়
যাইতে দেখিয়া রে বন্ধু ।।
মনপ্রাণ যৌবনও দিলাম
আপনা জানিয়া
এখন আমায় ছেড়ে গেলে
কুলুটা বানাইয়া রে বন্ধু ।।
আসবে বলে গিয়াছিলে
আমায় আশা দিয়া
আর কতদিন তোমার আশে
থাকি পথে চাইয়া রে বন্ধু ।।
আগে যদি জানি রে তোমার
এত কঠিন হিয়া
তবে কি আর সোনার যৌবন
তোমায় দেই সপিয়া রে বন্ধু ।।
কোন পরাণে রইলে বন্ধু
আমায় পাশরিয়া
দুর্বিন শা কয় কোনদিন জানি
দেশে যাবে লইয়া রে বন্ধু ।।