দুর্বিন শাহ রচিত গান নং ১০৬

তওবা করো বারেবার
পড়ো দরুদ আস্তাগফার
নামাজ রোজা খোদা ভেজা
আদায় করো না ।।
কিবলা রোখে খাড়া হইয়া
ক্বলবে ধ্যান রাখিয়া
মুর্শীদের বরজক মিশাইয়া
নামাজ পড়ো না
কলবে যে সোবাহান
কোরাণে আছে প্রমাণ
তাতমাইন্না কলব পড়ো
বলে রাব্বানা ।।
মান আরাফা নাফছাহু
ফাক্কাদ আরাফা রাব্বাহু
নিজকে নিজে না চিনিলে
নামাজ হবে না
ফাওয়াইলুল্লিল মুছাল্লিনা
কাইলি সুস্থি নামাজ হয় না
ইন্নাস সালাত তানহা
ভেবে দেখো না ।।
ধ্যান করো সজিদা
সামনে রাখিয়া খোদা
মনপ্রাণ করিলো ফেদা
পাবে ঠিকানা
ক্বাদ আফলাহা মান জাক্কা
কোরাণেতে আছে পাকা
আর যত সব কানার ধোকা
তাই যে জানে না ।।
মুর্শীদের উছিলা করি
লুকাইয়াছেন আপে বারি
দুর্বিন শা কয় মন বেপারী
তাল্লাশ করো না
ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম
বিচার করো ও ভাই মুমিন
নাহনু আকরাবু শুনে
তাল্লাশ করো না ।।