ঠিক রাখিও নামাজ রোজা
খোদার হুকুম করো পালন
ফরজ না করিও কাজা ।।
হুজুরী কলব রাখিও
বরজকে সজিদা দিও
দমে দমে নাম জপিও
রুহ তোমার হবে তাজা ।।
নামাজে হও ফানা ফিল্লা
লাভ করিবে রাসুল আল্লা
এশকে রাসুল এশকে আল্লা
পাবে মাশুক হবে রাজা ।।
আশিক হয় মাশুকের দাসী
মাশুক পাইলে স্বর্গবাসী
মাশুক লইয়া হাসিখুশী
জমের মাথায় দিছে বোঝা ।।
আশিক পাইলে মাশুক দর্শন
স্বর্গে যাইবার নাই প্রয়োজন
দুর্বিন শা কয় পাবে চরণ
একধ্যানে থাকিলে সোজা ।।