দুর্বিন শাহ রচিত গান নং ৮৩

ঠেকছি ভবে গরীব হইয়া
আমার ভাঙা বাড়ি
লোভ লালসায় হইলাম গাধা
টানতে আছি ভবের গাড়ি ।।
ঘর বান্ধিলাম বিয়া করলাম
পরার ধনে হাত বাড়াইলাম
করলাম কাড়াকাড়ি
কয়দিন পরে দাত লড়িলো
পেকে গেলো চুল আর দাড়ি ।।
আপ্ত জ্ঞাতি যারা ছিলো
দেখতে দেখতে সবই গেলো
আমায় একা ছাড়ি
আমিও একদিন চলে যাবো
ঘরের স্ত্রী হবে লাড়ি ।।
এসেছিলাম লাভ করিতে
পুঞ্জি গেলো পরার হাতে
করে তাড়াতাড়ি
দুর্বিন শা কয় কী ধন লইয়া
পরপারে দিবো পাড়ি ।।