সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি
না জানি আজ কার বা কুঞ্জে রইলো গুণমণি গো সখি ।।
ফুলের শয্যায় ছিলাম নিদ্রায় শুইয়া একাকিনী
কর্ণমূলে প্রবেশিলে কোকিলার ধ্বনি গো, সখি ।।
নিদ্রা ভঙ্গ জ্বলে অঙ্গ নয়নে বয় পানি
মনে লয় আজ কূল ছাড়িয়া হইতাম পাগলিনী গো সখি ।।
আসা পন্থে চাইতে চাইতে গেলো যামিনী
দুর্বিন শা কয় কোনদিন জানি যাবে আমার প্রাণী গো সখি ।।