সুখের নিশি যায় আমার
কাদিয়া গো, কার লাগিয়া ।।
আর কি শ্যাম আসিবে ঘরে
রাই গেলে মরিয়া গো
কার জন্য মালা গাথিলাম
ফুল তুলে শয্যা সাজাইলাম গো ।।
কত জ্বালা সইয়া রইলাম
কালনিশি জাগিয়া গো
আমারে ফেলিয়া দূরে
বন্ধু রইলো কার বাসরে গো ।।
সে যার আশা পূর্ণ করে
থাকুক সুখি হইয়া গো
মা হারা সন্তানের মতন
সার হইলো আমারই কান্দন গো ।।
যুবা নারী কান্দে যেমন
স্বামীহারা হইয়া গো
সখি তোমরা জানো যদি
যাও হইয়া আমার দরদী গো ।।
দুর্বিন শারই প্রেম ঔষধি
শীঘ্র আনো যাইয়া গো ।।