সুজন বন্ধু রে
পাশরিলা, বলো কোন পরাণে
আমি তোমায় হারা হইয়া
বাঁচিবো কেমনে ।।
যারে লাগে যার নয়নে রে
ওরে ও বন্ধু, তারে মনে চায়
রইয়া রইয়া উঠে মনে
পাশর না যায়, সুজন বন্ধু রে ।।
জল বিহনে মীন বাঁচেনা রে
ওরে ও বন্ধু শুকনাতে পড়িয়া
পতিহারা হইলে নারী
কী লাভ বাঁচিয়া, সুজন বন্ধু রে ।।
আষাঢ় শ্রাবণ ভাদ্র গেলো রে
ওরে ও বন্ধু, কার্তিক মাসে ভাটা
যৌবন গেলো ভবে রইলো
শ্যাম কলঙ্কের খোটা রে, সুজন বন্ধু রে ।।
ফকীর দুর্বিন শা বলে বন্ধু রে
ওরে ও বন্ধু, তোর পিরিতের দায়
কুল গেলো কলঙ্ক রইলো
লোকে মন্দ গায় রে, সুজন বন্ধু রে ।।