সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
কোন দেশে তোর থানা
অভাগীরে দিতে দেখা
কে করেছে মানা, সুজন বন্ধু রে ।।
সুজন বন্ধু রে
গ্রাম ঠিকানা জানতাম যদি রে
ওরে ও বন্ধু, থাকো কোন বা দেশে
করতাম দেখা, দিতাম চিঠি
প্রতি মাসে মাসে, সুজন বন্ধু রে ।।
সুজন বন্ধু রে
এক নিমিষে দেখা দিয়া রে
ওরে ও বন্ধু, করিলে দেওয়ানা
মুখে বলি পাশরিবো
অন্তরে মানে না সুজন বন্ধু রে ।।
সুজন বন্ধু রে
বিষ মাখা শেল বুকে দিলে রে
ওরে ও বন্ধু নয়ন বাণ মারিয়া
দুর্বিন শা কয় কোনদিন প্রাণি
যাবে দেহ থইয়া সুজন বন্ধু রে ।।