স্টীমারে কী আজব কল
উপরতলায় ইঞ্জিন আর নীচতলাতে ছাড়ে জল ।।
দুই ধারে দুই পাখা দিলো
মাঝখানে ইঞ্জিন বসাইলো রে
কয়লা দিলে চলে ভালো
না দিলে সে হয় দুর্বল ।।
স্টীম করে হাওয়ার জুড়ে
টেলি করে ছয়টা তারে রে
মহাজন বসিয়া ধারে
দেখে সে তারের কৌশল ।।
সারেং আর টেন্ডল সুকানি
উপর তলায় আছে জানি রে
ষোলোজন প্রহরী জানি
ওরা সব খালাসির দল ।।
ছয়জন ডাকাত ধারে
জাহাজে ডাকাতি করে রে
টিকেট ছাড়া পাইলে কারে
প্রাণে করে রসাতল ।।
যাইতে চাইলে স্টীমারে
ধরেনা টিকেট মাস্টারে রে
দুর্বিন শা কুমতির ফেরে
হারাইলো পথের সম্বল ।।