দুর্বিন শাহ রচিত গান নং ১৩০

সৃষ্টির সেরা এ ব্রহ্মাণ্ড
হবে যেদিন লণ্ডভণ্ড
অখণ্ড সাজিবে সংসার ।।
আকাশ পাতাল জীব সমষ্টি
ধ্বংস হবে সারা সৃষ্টি
একমাত্র রবে পরোয়ার ।
দুঃখ মনে বলবেন সাঁই
আজ ভবে আর কেহ নাই
যাহারা করিতো অহংকার ।
কোথায় শাহী আমিরানা
ডাক দিলে কেউ সারা দেয়না
বাহাদুরী নাই কারো এবার ।।
জিন্দা করে ইস্রাফিলে
বলবেন সিঙ্গা ফুঁক তুলে
জিন্দা হবে বান্দা দুনিয়ার ।
সারে আলম জমাইয়া
আমলনামা হাতে লইয়া
সকলের আজ করিবো বিচার ।
শুনিবো না কারো কথা
আমার মনে নাই মমতা
নাম ধরেছি ওয়াহিদুল কাহহার ।।
জমা হবে সারা আলম
কেউ কারে করবে না রহম
নফছি নফছি মুখে সবাকার ।
বলবেন নবী রাসুল উল্লা
মাফ করো সাঁই বারি তালা
সহেনা জ্বালা অন্তরে আমার ।
বলেছিলা আমার সাথে
গুনাগার উম্মত তরাইতে
দিয়াছিলে শাফায়াতের ভার ।।
যাইয়া মোকাম মাহমুদায়
নবীজি পড়বেন সজিদায়
কান্দিয়া হইবেন বেকারার ।
তাই দেখে ফাতেমা বিবি
জানাইয়া শহীদের দাবী
আরজি দিবেন দরগায়ে খোদার ।
শহীদের দাবী চাইনা
মাফ করো উম্মতের গুনা
পাঠাইয়া দেও বেহেস্ত মাঝার ।।
তাই শুনে বলিবেন খোদা
স্মরণ আছে আমার ওয়াদা
কিন্তু আগে করে লই বিচার
মোহাম্মদী উম্মতগণে
বেহেস্তে পাঠাইবার জন্যে
সেরাতের পুল করে দিবো পার
বলে পাগল দুর্বিন শা
ওই নবীর চরণ ভরসা
রাখি আশা পাইতে দিদার ।।