সোনার বাংলা হইলো রে স্বাধীন
বাংলাদেশ হইলো জয়
দূরে গেলো দস্যু জাতির ভয় ।।
ভাইরে ভাই
দেশের যত নওজোয়ান
তারা হইলো আগুয়ান
মুক্তিফৌজে যাইয়া ট্রেনিং লয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে ভাই
দিয়াছেন জ্ঞানের পরিচয় ।।
মুক্তিবাহিনী মিত্রবাহিনী
তাদের কাছে আমরা ঋণী
ইতিহাসের পাতায় লেখা রয়
লও হে সালাম শহীদ গাজী রে ভাই
ফকীর দুর্বিন শা কয় ।।