সখি তোরা যাও গো
শ্যামচান্দ কালিয়ার খবরে
ও সে রইয়াছে কার বাসরে ।।
তার লাগিয়া হই কলঙ্কিনী
ফিরিয়া না আসিলো, শ্যাম গুণমণি
ঢেউ খেলে নয়নের পানি
অশ্রু নালা বয়ে ধারে ।।
আমি তার প্রেমের উদাসী
খুজিতে গেলাম লোকে কয় সর্বনাশী
আমি শ্যামকে ভালোবাসি
আইলো না আমার ঘরে ।।
মধুর সুরে কথা কইয়া
প্রেমেতে মন মজাইলো, কাছে বসিয়া
দুর্বিন শা কয় থাকি শুইয়া
আয়ান ঘোষের ঘরে ।।