সখি রে, বুক ভরা দুঃখ রইলো বন্ধু না আসিলো
আমার বুকে ছেল মারিয়া কোন বা দেশে গেলো ।।
সখি রে
নতুন বয়সে ভালোবেসে কী জ্বালা ঘটিলো
আমি নারী কুলবালা, জানিনা পিরিতের জ্বালা
কেন জ্বালা দিলো ।।
সখি রে
জানি যদি বন্ধুর মনে এত কিছু ছিলো
তবে তারে ভালবাসি নগরে হইতাম না দোষী
একা রইতাম ভালো ।।
সখি রে
এই ছিলো কপালের লিখা যা হবার তা হলো
কেউ তোরা দিওনা জাতি করিয়া কালার পিরিতি
দুর্বিন শা কইলো ।।