দুর্বিন শাহ রচিত গান নং ১৮৯

সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
মনে করি পাশরিবো সদায় জাগে অন্তরায় ।।
প্রেম না করে ছিলাম ভালো
প্রেম করে ঘটিলো জ্বালা গো
সহিতে নারি অবলা
ছাই দিবো কুলের মাথায়
না জেনে করে পিরিতি
গেলো আমার কুল ও জাতি গো
বৈরি হলো আপ্ত জ্ঞাতি
কেউ নাই আমার এ ধরায় ।।
কেউ নাই গো আপন বলতে
প্রেমজ্বালা বারণ করিতে গো
জ্বালাপোড়া পিঞ্জিরাতে
প্রাণপাখি না থাকতে চায়
কলসি বান্দিয়া গলে
ঝাঁপ দিবো যমুনার জলে
যাবে দুঃখ প্রাণ ত্যাজিলে
বলে পাগল দুর্বিন শায় ।।