দুর্বিন শাহ রচিত গান নং ১৯০

সখি গো, বন্ধুয়ায় বানাইলো চিরদোষী
কূল গেলো কলঙ্কী হইলাম
জগতে রইলো হাসি ।।
নতুন বয়সে প্রেম করিলো
ছাড়বেনা প্রতিজ্ঞা দিলো গো
কোন বা দোষে ছেড়ে গেলো
কার কুঞ্জে রইলো বসি ।।
সখি তোরা আমার হইয়া
বন্ধুরে কইয়ো বুঝাইয়া গো
তব রাধা যাবে মরিয়া
গলায় বেন্ধে কলসি ।।
দুঃখিনী রাই যাবে মরে
সখি তোরা কইয়ো তারে গো
যদি বন্ধের মনে পড়ে
শ্মশান পাবে আসি ।।
দুর্বিন শা কয় মনপ্রাণী
সপেছিলাম আপন জানি গো
কূল দিয়া তার মন পাইলাম না
সে নিষ্ঠুর কালশশী ।।