দুর্বিন শাহ রচিত গান নং ৮২

সিলেটে কৃতি সন্তান
বোরহানউদ্দন এক মুসলমান
যার উসিল্লায় সিলেট জেলায়
উঠলো দ্বীনের নিশান ।।
গাজী বোরহানউদ্দীনের ঘরে
জন্ম নিলো এক পুত্র
গরু জবাই করেছিলেন
আকিকারই সূত্র
বেদ্বীন রাজা গৌরগোবিন্দ
গোপনে পাইলো সন্ধান ।।
বোরহানকে আনাইলেন রাজা
রাজসৈন্য পাঠাইয়া
দুষ্ট বলে হস্ত একটা
দিয়াছিলো কাটিয়া
রাজদরবারে হত্যা করে
নবজাত পুত্রসন্তান ।।
ঘরবাড়ি ভাঙিয়া দিলো
দেশ হইতে তাড়াইয়া
ঢাকার নবাবের দরবারে
গেলো বোরহান চলিয়া
মক্কাতে গেলেন চলিয়া
হজ করিতে সমাধান ।।
কাবাতে দেখা হলো
শাহজালাল বাবার সাথে
সর্ব দুঃখ জানাইলা
জালাল বাবার খেদমতে
তিনশত ষাট আউলিয়া লইয়া
সিলেটে করলেন প্রস্থান ।।
গৌরগোবিন্দ ধ্বংস হইলো
জালালি কেরামতে
সিলেটে রহিলা বাবা
পীরের হুকুমেতে
দুর্বিন শা কয় কুইঘাটে
দরগাহ হয় গাজী বোরহান ।।