দুর্বিন শাহ রচিত গান নং ১২০

শোনো রে মন
কোর্টে হইলো তোমার নামে
তররুপের অ্যাপলিকেশন
ক্রমিনিয়াল ফোর হান্ড্রেড নাইন
ফোর টুয়ান্টি অ্যান্ড টু সেকশন ।।
লোন বন্ডে করে সিগনেসার
মহাজনের ঋণ করে স্বীকার
বিজনেস পারপাসে এবার
ভবে পরে আগমন
গোডাউন ছিলো ভরা
লাল জুয়াহের কতই হীরা
বডিগার্ড ছয়টা চোরা
ফন্দি আটে সর্বক্ষণ ।।
জুটিলো দুইজন এজেন্টার
মদনানন্দ যৌবন সরকার
বিনামূল্য করে পাচার
হুইল শেইল বিবরণ
রমণীর কমল মার্কেটে
মাল বিকায় থেক পয়েন্টে
কেপিটেল শূণ্য করে
যার তার পথে হয় গমন ।।
জ্ঞান দারোগা খবর পাইলো
জজকোর্টে এজহার দিলো
ননবেইলেবুল ওয়ারেন্ট লইয়া
পুলিশ ঘুরে সর্বক্ষণ
ধরে নিবে করে অ্যারেস্ট
বিচারে পাবে না পয়েন্ট
অডিটে হবে অ্যাবসেন্ট
পুঞ্জিহারা নন পারসন ।।
ব্যাংক বেলেঞ্চ নাই রে টাকা
অ্যাডভোকেট যাবে না রাখা
হিয়ারিংয়ে হবে পাক্কা
লাইফ লং কনভিকশন
মুর্শীদকে ব্যারিস্টার ধরো
হাইকোর্টে আপীল করো
ভক্তি থাকলে মুক্তি পাবে
দুর্বিন শা কয় মন আমার ।।