শোনো গো রাই সোহাগীনি
আর হইয়োনা পাগলিনী
আসবে তোমার শ্যামনাগর
কালিয়া গো ।।
শ্যাম গিয়াছিলো মথুরা
কুবুজার প্রেমে পড়লো ধরা
তোমার কথা রহিলো ভুলিয়া
হবে তোমার বাঞ্ছাপূরণ
নিশিতে দিবে দরশন
রাধে গো, সাজাও শয্যা
বনফুল তুলিয়া গো ।।
আতর গোলাপ চুয়া চন্দন
লং এলাচি মনের মতন
রাখো এখন যতনও করিয়া
সাজাও শয্যা গাঁথো মালা
বারণ হবে মদন জ্বালা
রাধে গো, প্রাণ জুড়াবে
চান্দমুখ দেখিয়া গো ।।
ব্রজপুরে শ্যাম আসিবে
রাই কুঞ্জে আজ চাঁদ উঠিবে
মিলন হবে প্রেম আলিঙ্গন দিয়া
দুর্বিন শা কয় রাই কিশোরী
আসবে তোমার বংশীধারী
রাধে গো, দুঃখের নিশি যাবে
প্রভাত হইয়া গো ।।