দুর্বিন শাহ রচিত গান নং ১৮৬

শোনো গো ললিতা সখি
তারে দিও আনিয়া
বন্ধু প্রাণধন অন্ধের নয়ন
কার প্রেমে রইলো ভুলিয়া ।।
ঠেকাইলো পিরিতে ফান্দে
ওই নিষ্ঠুর কালার চান্দে
ছাড়বে না বলিয়া
নিয়া মনপ্রাণ, হইয়া পাষাণ
কেন বা গেলো ছাড়িয়া ।।
মনে লয় তারে পাশরি
অন্তরে ভুলিতে নারি
উঠে রইয়া রইয়া
শ্যামলবরণ রুপের কিরণ
হৃদয়ে রাখছি লেখিয়া ।।
যারে লাগে যার নয়নে
সে ছাড়া বুঝে না মনে
মরিবে ঝুরিয়া
দুর্বিন শা কয় আর কত সয়
জল হারা মীন গেছি হইয়া ।।