দুর্বিন শাহ রচিত গান নং ২৮৭

শোন বলি নিষ্ঠুর কালা
তুই আমারে দিলে জ্বালা
রাই অবলা সহিতে পারিনা ।।
পাইয়া তোমায় ভালোবাসা
মনে করেছিলাম আশা
দুঃখের নিশি হবে অবসান
যৌবনেরই আষাঢ় মাসে
তুই বন্ধু রইলে বিদেশে
কার মুখে চাইয়া জুড়াইবো প্রাণ
আসিলে যৌবনের শেষে
তোমার মন জুগাবো কীসে
সে চিন্তায় প্রাণে বাচি না ।।
জানো তুমি পুর্বের কথা
যখন আমি ছিলাম সীতা
হরণ করে রাবণ বেঈমান
রাবণেরে করে সংহার
সীতাকে করিলা উদ্ধার
লোকের কথায় করো অপমান
পরীক্ষা দিলা আগুনে
তবু তোমার পাষাণ মনে
নির্বাস দিলে করে লাঞ্ছনা ।।
দ্বাপরেতে নিলে বাশি
তমালেরই ডালে বসি
নাম ধরিয়া গাইলে কত গান
শুনিয়া তোর বাশির ধ্বনি
আমি রাই অভাগিনী
মনপ্রাণ যৌবন করিলাম দান
প্রেম ঋণে আছো বাধা
একদিন সার হবে কাদা
সেই চিন্তা মনে পড়ে না ।।
গেলে তুই মথুরাপুরী
পাইয়াছো কুব্জা নারী
রাধার প্রতি হইয়াছো পাষাণ
মনে কপট মুখে সাদা
রাধা তোমার অঙ্গের আধা
আয়ানেরে করলে আবার দান
বলে পাগল দুর্বিন শা
চাইনা তোমার ভালোবাসা
কালরুপ আর দেখিতে চাই না ।।