শমন লইয়া পিয়ন খাড়া
আর কতদিন দেরী
ও ভাই যাইতে হবে
নিজ বাড়ি
যেদিন আসবে যমের পুলা
হাতে লইয়া দড়ি
দেহে থইয়া প্রাণপাখি
সেদিন যাবে উড়ি ।।
বেপারে আসিয়াছিলাম
পরার ধন লইয়া
রং বাজারে প্রেমের দোকান
দিয়াছি খুলিয়া
মদনানন্দ কয়াল হইয়া
জুটাইলো বেপারী
কাম কামিনীর ছলনাতে
নিয়াছে সব কাড়ি ।।
দুর্বিন শা কয়
মহাজনে করিবে জিজ্ঞাস
লাভ লোকসান কত হলো
দেও হিসাব নিকাশ
পুঁজিপাট্টা না থাকিলে
পায়ে দিবে বেড়ি
ও ভাই যাইতে হবে
নিজ বাড়ি ।।