দুর্বিন শাহ রচিত গান নং ২৭১

শ্যাম পিরিতি করলো বাড়ি ছাড়া
নগরবাসীরা ।
আপ্তজ্ঞাতি সর্বত্যাগী
সাজিয়া প্রেমের বৈরাগী
কলঙ্ক নাম হইলো জগত জোড়া ।।
একদিন দেখা হলো পথে
কলসি ছিলো কাখেতে
যাইতে আমি ছিলাম জলভরা ।
শ্যাম কালা কদম্ব তলে
বসিয়া বৃক্ষের আড়ালে
হঠাত কেন দিলো চোখ ইশারা ।।
আখি ঠেরে প্রাণ কাড়িয়া
আমারে পাগল করিয়া
দুঃখ দিলো যাইয়া সে মথুরা ।
সখি তোরা দেখা পাইলে
বুঝাইয়া কইয়ো নিরলে
না আসিলে দিত মাথার চূড়া ।।
হইতাম যদি মোটরগাড়ি
দেখতাম যাইয়া তাড়াতাড়ি
কার কুঞ্জে শ্যাম পড়িলো ধরা ।
দুর্বিন শা কয় এমন হইতো
বিধি যদি পাখা দিতো
করতাম দেখা যাইতাম দিয়া উড়া ।।