দুর্বিন শাহ রচিত গান নং ২০১

শ্যাম পিরিতে এত জ্বালা গো
আগে তো না জানি
প্রেম বিষ দংশিলো যারে
বাঁচেনা গো তাহার প্রাণী ।।
সখি গো
প্রেমরোগে ধরে যারে
আয়ু থাকতে প্রাণে মারে
গোকুলে সে হয় গো কলঙ্কিনী
তোমরা কেউ ঠেকিও না প্রেমের ফান্দে
প্রেমের মর্ম না চিনি ।।
সখি গো
প্রেমের আছে দুইটি শাখা
সরল প্রেমে অন্তরে রাখা
গরল প্রেমে হরে গো পরাণি
গরল প্রেমে আছে বিষ
খাইও না জানি শুনি ।।
সখি গো
যে হইয়াছে প্রেমের মরা
তার কি আর বাঁচা মরা
ভাবে কি আর হইবে কলঙ্কিনী
এ দুর্বিন শা চিরদোষী
পাই যদি চরণ দু খানি ।।