শ্যাম কি তুই গৃহে যাবে না
তোমারই কারণে আকুলও প্রাণে
বোধহয় শ্রীরাধিকা আর বাঁচে না ।।
বন্ধু বন্ধু বলে পড়ছে ঢলে
ধরে এসে তারে কেউ তোলে না
বাঁচবে না জীবন মুদিলো নয়ন
প্রাণ যাবে এখন বেশী বাকী না ।।
তোমায় ভালোবেসে এ দেশ বিদেশে
কলঙ্ক নাম কতই হলো ঘোষণা
প্রেমানলে রাধার কলিজা অঙ্গার
তবু কি তোমার দয়া হবেনা ।।
প্রাণে দিলে দুঃখ করিলে কলঙ্ক
তবু তোমার কেন স্মরণ পড়ে না
কেন হলে পাষাণ আয়রে কালার চান
বাঁচাইতে প্রাণ দেখা দিলে না ।।
মরণ নিকট হলো দেখবে যদি চলো
মরণের কালেও কি দেখা দিবে না
বলে দুর্বিন শা করিলে নৈরাশা
তোমার ভালোবাসা গেলো রে জানা ।।