দুর্বিন শাহ রচিত গান নং ৩০০

শ্যাম যদি হইতো পোষাপাখি, প্রাণসখি
শ্যাম যদি হইতো পোষাপাখি ।।
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
এ জনমের মতো হইতাম সুখি ।।
বন্ধু যদি হইতো তরী, আমি তার হইয়া কান্ডারী
জলেতে করিতাম মাখামাখি ।।
নইলে সে হইতো বসন, অঙ্গেতে করিয়া ধারণ
পোড়া অঙ্গ রাখিতাম ঢাকি ।।
বন্ধুয়া সিন্দুর হইলে, লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি ।।
নইলে সে হইতো কালি, কলমে লইতাম তুলি
কলিজা ছিড়িয়া নামটি লেখি ।।
হইতো যদি সোনা রুপা, বানাইয়া কর্ণচাপা
দুই কর্ণতে আদর করে রাখি ।।
দুর্বিন শা বলে কাতরে, জিজ্ঞাসিও পাইলে তারে
আমায় দেখলে কেন দেয় সে লুকি ।।