দুর্বিন শাহ রচিত গান নং ২২৬

সে বিনে প্রাণ যায় না গো রাখা
নিয়া প্রাণি গুণমণি
মণিকোঠায় হলো অদেখা ।।
ছল করে প্রেম বাড়াইয়া
মনপ্রাণ কাড়িয়া নিলো গো
রইলো কোথায় লুকি দিয়া
সঙ্গেতে সুবল সখা ।।
সুচিত্রা ললিতা দুইজন
করিয়া কতই নিবেদন গো
নিষ্ঠুর প্রেমে মজাইলো মন
দেখাইয়া নয়ন বাঁকা ।।
মনপ্রাণ করিয়া চুরি
লুকাইলো কই বংশীধারী গো
উড়িয়া যাইতে নারি
বিধি না দিলো পাখা ।।
সয়না প্রাণে মদনজ্বালা
আর নিষ্ঠুর বাঁশির জ্বালা গো
দুর্বিন শারই প্রাণ উতলা
দায় হলো গৃহে থাকা ।।