দুর্বিন শাহ রচিত গান নং ২৫

সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
নূরে আলা গুলে লালা, সারে আলমের নবী ।।
আহাদ হতে আহাম্মদ দ্বিখণ্ড আদিকালে
আখেরাতে জীব তরাতে অবতীর্ণ ভূতলে
নূরীচাঁদ আমিনার কোলে বেহেস্তের ছায়াছবি ।।
মরু সাহারার বাগে ফুটিলো জান্নাতি ফুল
মধুর আশে ডালে বসে ডাকে ভ্রমরা বুলবুল
শেষ নবী হাবীবে রাসুল দোজাহানে যার খুবি ।।
তৌহিদের বাণী লইয়া অবতীর্ণ ধরাতে
শাহাদত কলেমা শুনি বলে কচি মুখেতে
টের পাইলো দুধ খাওয়াইতে ধাত্রী হালেমা বিবি ।।
স্বর্গ হতে মর্ত্যপুরে এলো জান্নাতি সংবাদ
ধর্মদ্রোহী মুশিকেরা গুণিলো মহাপ্রমাদ
বাজিলো ইসলামের নিনাদ বলে দুর্বিন শা কবি ।।