রুপের কন্যা লো
রুপ দেখে তোর আহা মরি মরি
কোন কারিগর গড়লো তোমায়
ধন্য কারিগরী লো কন্যা
কী সুন্দর তোর রুপের মাধুরী ।।
রুপের কন্যা লো
কোন দেশেতে থাকো লো কন্যা
কোন দেশে তোর বাড়ি
মানুষ কি দেবতা তুমি
হুর কিংবা পরী লো কন্যা
রুপের কন্যা লো
তোর দেশে কাছে যাইতে লো কন্যা
সাজাইলাম তরী ।।
ও তোর রুপসাগরে
প্রেমপাথার
নিত্য দেই যে পাড়ি
রুপের কন্যা লো
মাতা ছাড়লাম পিতা ছাড়লাম
হলেম দেশান্তরী
দুর্বিন শা কয় তোর যাতনায়
কোনদিন জানি প্রাণে মরি ।।