রাত্র শেষে ডালে বসে
কোকিল কয় ডাকিয়া
ঝিলমিল আকাশের বাতি
প্রাণ উঠে কাদিয়া রে ।।
একে তো যৌবনজ্বালা
জুড়াবো আমি রাই অবলা
বন্ধুহারা অনাথিনী
কেমনে রই একেলা রে ।।
পায়ের নূপুর গলের মালা
নেও গো সখি তোরা
ব্রজপুরে থাকো সুখে
আমি রই মথুরা রে ।।
পথহারা পথিকের মতো
দেখিবো খুজিয়া
দুর্বিন শা কয় পাইলে তারে
দিবোনা ছাড়িয়া রে ।।