দুর্বিন শাহ রচিত গান নং ২৬

রাহমাতুল্লিল আল আমিন
খাতামান নবিয়্যিন
নূর মোহাম্মদ সাল্লিওয়ালা ।
মরুর প্রান্তরে বিষম তিমিরে
আলোক আঁধার নাশিলা ।।
পিতৃ মাতৃহীন আল আরাবী
আল আমিন রাসুলের দাবি জানাইলা ।
আইয়ামে জাহালিয়াত, করিয়া তফাত
জান্নাতের পথ দেখাইলা ।।
কুরেশী শাবক, বেহেস্তি প্রেরক
তৌহিদের বাণী শুনাইলা ।
শুনে সত্য বাণী, যত জ্ঞানী গুণী
ভ্রমর হইয়া ফুলে বসিলা ।।
করিয়া হিজরত, রাখিলা শরীয়ত
মদীনায় শুইয়া রইলা ।
দুর্বিন শাহ বলে, ইহ পরকালে
চাই দিদারে রাসুলুল্লা ।।