দুর্বিন শাহ রচিত গান নং ২৭৬

রাধে গো তোমার কারণে
জ্বলে মরি প্রেমাগুনে
কলঙ্ক নাম লোকের মুখে শুনি গো ।।
তোমার প্রেমে হইয়া মাতাল
সাজিয়াছি ধেনু রাখাল
হাতে লইয়া বাশি আর পাজুনি
থাকিয়া রাখালের দলে
বাজাই বাশি রাধা বলে
জপো মালা রাই কমলিনী গো ।।
আমারে জানিয়া কালো
আয়ানেরে বাসো ভালো
প্রেম আলিঙ্গন করো দিনরজনী
তুই আমারে কান্দাইলে
কলিজাতে আগুন দিলে
নেছ মারিলে হইয়া কালসাপিনী গো ।।
ঘরে জ্বালা বাহিরে জ্বালা
জটিলা কুটিলা
লোকের সনে করে কানাকানি
জগতে দিবো ঘোষণা
প্রেমে যেন কেউ মরেনা
দুর্বিন শা কয় হবে জানাজানি গো ।।
রাধে গো তোর চরণে বিনয়
মরণকালে দিও দেখা
যদি তোমার মনে লয় ।।
নারী জাতের কঠিন রীতি
জানে না পুরুষের মতি গো
তোর সনে করে পিরিতি
পাইলাম গো সেই পরিচয় ।।
নিয়া গো তোমারই সঙ্গ
লাজ লজ্জা করে ভঙ্গ
প্রেমজ্বালাতে সোনার অঙ্গ
দিনে দিনে হলো ক্ষয় ।।
তুই ছাড়া কেউ নাই জগতে
দুর্বিন শার অনল নিভাইতে
বল জ্বালা পোড়া পিঞ্জিরাতে
প্রাণপাখি কেমনে রয় ।।