রাধার কথা নাই কি তোমার মনে
রাধার বন্ধুয়া
পাশরিলা বলো কোন পরাণে ।।
বন্ধুয়া ও
যখন তুমি প্রেম করিলা
কতই আশা দিয়াছিলা
বলেছিলা ভুলবে না জীবনে
দাসখতে করিয়া স্বাক্ষর
আসিয়া মথুরানগর
রাধার প্রতি নিদয়া হইলা কেনে ।।
বন্ধুয়া ও
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
সদায় রাধা পড়ে ঢলে
শয্যাগত হইলো দিনে দিনে
এই কি তোর পিরিতের রীতি
প্রাণে মরা নারী জাতি
কলঙ্ক নাম রহিলো ভুবনে ।।
বন্ধুয়া ও
প্রেমপত্র নিয়া হাতে
আসিয়াছি মথুরাতে
যাবে যদি চল কুঞ্জবনে
বলে পাগল এ দুর্বিন শা
রাই মনে রইলো আশা
পাবে দেখা মরণেরই দিনে ।।