পূর্বের কথা ওগো রাধে
নাই তোমার স্মরণ
প্রতিজ্ঞাতে বদ্ধ ছিলে
ছাড়বে না থাকতে জীবন ।।
সুখে বসে খেলছো পাশা
আয়ানের সনে
আমার কথা নাই তোমার মনে
আমি কাদি বনে বনে
তোর নামে চড়াই গোধন ।।
সীতা রুপে অশোক বনে
রামের মূর্তি গড়েছিলে
পূজার কারণে
সতী না ছিলায় তখনে
শাস্ত্রভেদে হয় বর্ণন ।।
কলঙ্ক নাম হলো ঘোষণা
তখন তোমার ভালোবাসা
আমি ভুলি না
সে কথা স্মরণ পড়ে না
ভুলেছো আমায় এখন ।।
দ্বাপরেতে কল্কি হইলে
ছিদ্র কলসে জল আনিয়া
রঙ্গ দেখালে
দুর্বিন শা কয় সে কৌশলে
কলঙ্ক হইলো মোচন ।।