প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া ।।
পরে বলে যাই শোনেন ভাই হিন্দু মুসলমান
দেশদরদি মহান নেতা শেখ মুজিবুর রহমান ।।
তিনার দক্ষিণ হস্ত কর্মরত বঙ্গবীর সেনানী
সিলেট জেলায় উঠাইলেন ছয় দফার ধ্বনি ।।
তারা কয়েকজন নমিনেশন পাইয়াছেন এবার
দেশের দশের খেদমতে হইয়াছেন তৈয়ার ।।
সবাই আওয়ামীলীগ আছেন ঠিক দেশ কর্ম সাধনে
গণ্যমান্য স্বনামধন্য জানেন সর্বজনে ।।
পরে দেই পরিচয় মনে হয় সবার চিনা জানা
মোঃ আবদুস সামাদ সাং জগন্নাথপুর থানা ।।
এবার হলেন প্রার্থী সুনাম খ্যাতি এ দেশে যাহার
আওয়ামী লীগ সভাপতি সিলেট জিলার ।।
আর মহকুমায় সুনামগঞ্জে দাড়াইলে প্রার্থী
দেওয়ান ওবায়দুর রাজা সুনাম আছে খ্যাতি ।।
আর গুনে জ্ঞানে ধনে মানে সেরা হইতে সেরা
উপযুক্ত দেশদরদি সর্বস্তরে পুরা ।।
জনাব আবদুল হক উচ্চশিক্ষা অ্যাডভোকেট ঢাকার
ছাতক থানায় বাড়ি তিনি গুণে জ্ঞানে সবাকার ।।
গুণে জ্ঞানে দেশপ্রেমে মনে অতি বল
ন্যায়পরায়ন দেশদরদি কর্মঠ প্রবল ।।
যার প্রশংসা দুর্বিন শা কী বলিবো মুখে
দেশের জন্য নির্যাতন সইলেন বুকে ।।
তবু আছেন শক্ত দেশ ভক্ত কর্ম সেনা
জীবনের ইতিহাস ভুলিতে পারবো না ।।
এসব গণ বঙ্গনন্দন উচ্চ পরিষদে
দাড়াইয়াছেন দেশের জন্য দশেরই দরদে ।।
প্রাদেশিক পরিষদে দেশ দরদি দাড়াইলেন যাহারা
নাম ঘোষণা কবির ছন্দে করবো পুরা পুরা ।।
শুনেন বন্ধুগণ প্রথম জন সামসু মিয়া চৌধুরী
বিএ কোয়ালিফিকেশন সাকিন ছাতক বাগবাড়ি ।।
সেন্টার ছাতক থানায় পক্ষে তিনার পান নমিনেশন
সরল প্রাণ ন্যায়পরায়ণ তিনিও একজন ।।
থানা ধর্মপাশায় যিনি দাড়ায় আবদুল হেকিম চৌধুরী
ন্যায়পরায়ণ কর্মবীর সুনাম জারি ।।
থানা জগন্নাথপুর উঠেছে সুর আবদুল রইছ নাম
অ্যাডভোকেট আছেন তিনি আইন ব্যাবসা কাম ।।
থানা তাহিরপুরে এইবারে আবদুল জহুর বিএ
গণ্যমান্য সুনামধন্য দেশ দরদি হয়ে ।।
বাবু অক্ষয়কুমার দিরাইবাজার শাল্লা থানার প্রার্থী
ওরা সবাই কর্মবীর সুনাম আছে খ্যাতি ।।
ওরা সবাই বীর বুদ্ধি স্থির ন্যায়পরায়ণ ব্যাক্তি
আওয়ামীলীগের পক্ষে বঙ্গবন্ধু সাথী ।।
জানাই ধন্যবাদ সাম্যবাদ নীতি সরকার
প্রশংসা কী বলিবো এই পর্যন্ত আমার ।।
যত ভুল ভ্রান্তি দিলাম ইতি রাখি এ পর্যন্ত
কবিত্বের ছন্দে আমি দিলাম মানপত্র ।।