দুর্বিন শাহ রচিত গান নং ২৭০

প্রেমশেল বিন্ধিলো কলিজায়
মরি সে ব্যাথায় ।
যে শেল বুকে মারিলো
বুক ছেদে পিঠ পার করিলো
যাবে প্রাণী দারুণও চিন্তায় ।।
যে দুঃখ দিয়াছে প্রাণে
কান্দে প্রাণী রাত্র দিনে
বন্ধু বিনে না দেখি উপায় ।
কী করিবো কোথায় যাবো
কই গেলে বন্ধুরে পাবো
পাইলে দুঃখ বলবো নিরালায় ।।
যার কাছে দিয়াছি প্রাণ
যায় যাবে কুলমান
কী করিবে দারুণ বাপ মায় ।
শাশুড়ি আর কাল ননদি
কী করিবে হইয়া বাদী
ভয় করিনা সেই কলঙ্কের দায় ।।
বন্ধু যদি আমার হয়
রাখি না মরণের ভয়
নাম স্মরণে শমন দূরে যায় ।
আমি বাধবো যার চরণে
সে ছাড়া বাধা কোন জনে
কয় দুর্বিন শা আছি সে আশায় ।।