দুর্বিন শাহ রচিত গান নং ১৮১

প্রেমরোগে পাইলো
আমার দরদি নাই এ সংসারে
যৌবন সময় হইলাম সাথীহারা গো ।।
প্রাণসখি গো
সতী নারীর পতি বিনে
কিসের গৌরব এ ভুবনে
লোকে তারে বলবে কপালপোড়া
কোন বা দোষে প‌াইয়া দোষী
প্রাণবন্ধু হইলো বৈদেশী
প্রাণসখি গো
চিন্তারোগে তনু হইলো সারা গো ।।
প্রাণসখি গো
গেলে যৌবন আর আসেনা
ভাটিয়াল নদী উজান হয় না
বাসি ফুলে বসেনা ভ্রমরা
পাইয়া কার রুপমাধুরী
আমারে গেলো পাশরি
প্রানসখি গো
পুরুষ জাতের বুঝি এমনি ধারা গো ।।
প্রাণসখি গো
রুপ যৌবন সকলই গেলো
প্রাণ যাওয়াটা বাকী রইলো
হঠাৎ কোনদিন দিবে জানি উড়া
দুর্বিন শা বুঝালাম সখি
কালার পিরিত সবই ফাঁকি
প্রাণসখি গো
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিওনা তোরা গো ।।