প্রেমজ্বালা সহিবো কতদিন
প্রেম করিয়া নিষ্ঠুর কালা
ঘটাইয়া গেলো দুর্দিন ।।
কেন বা করিলো দোষী
অবলারে ভালবাসি গো
জগতে রহিলো হাসি
দুঃখিনীর কলঙ্কের চিন ।।
গলে দিয়া প্রেমফাসি
কেন সে হইলো বৈদেশী গো
একা একা কাদি বসি
জলছাড়া কি বাচে মীন ।।
জ্বলে মরি প্রেমাগুনে
সয়না জ্বালা কোমল প্রাণে গো
কে যাবে ঔষধের জন্যে
কে হবে দুঃখের জামিন ।।
বলে পাগল এ দুর্বিন শা
কবে হবে সুখের আশা গো
মিটলো না দুঃখিনীর আশা
দুঃখে তনু হইলো ক্ষীণ ।।