দুর্বিন শাহ রচিত গান নং ২২৫

প্রেমজ্বালা সহেনা প্রাণে
সহিতে নারি হায় কি করি
পিরিতের বারি বয় নয়নে ।।
আমি অবলা পিরিতের জ্বালা
দিলে রে কালা বাঁশির গানে
কিবা মধুর গান, করিলে অজ্ঞান
জাতি কুলমান নিয়াছো টেনে ।।
আছো কোন দেশে, তোমার তল্লাশে
পাগল বেশে যাবো সেখানে
তোমার লাগিয়া, কুলমান ত্যাজিয়া
পাগল সাজিয়া ঘুরি কাননে ।।
তুমি নির্দয়া পাষাণ, নিলে আমার প্রাণ
হইয়া বেঈমান আছো কেমনে
কত আশা দিলে, নৈরাশা করিলে
দুর্বিন শা কে দেখে যাইয়ো মরণে ।।