দুর্বিন শাহ রচিত গান নং ১৫৯

প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
প্রেমেরই তালা যায় না খোলা
কালা বিনে তালা খুলবে কেমনে ।।
বন্ধু শহর ও বাজারে দিয়াছো ঢোল মেরে
দিও না প্রেম ছুরানি কেউ যদি কিনে
প্রেমেরই বাক্স করিলে ধ্বংস
কষ্ট পড়িবে ওই বন্ধুয়ার মনে
প্রেমের তালা নি কেউ খুলতে জানে ।।
ধন্যরে মেস্তরি ধন্য কারিগরি
এমন কৌশলে তালা গড়লো কেমনে
তালাটা বিলাতি ছইলে হয় ডাকাতি
চাবি দিয়াছে বন্ধে উল্টা ঘোরালে
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে ।।
তালা পড়ে থাকবে ঘরে, দিন কত পরে
ধরিবে ঝংকারে যদি খুলতে না জানে
যদি তালা খুলতে চাও ধরো পীরেরই পাও
কয় দুর্বিন শা দীনহীনে
প্রেমের তালা নি কেউ খুলতে জানে ।।