প্রেমের প্রতিমা, অপার যার সীমা
কে পারে মহিমা বুঝিবারে ।।
গীতা বেদ, বাইবেল কি কোরাণ
দিতেছে প্রমাণ নানা প্রকারে ।
কেহ বলে সাকার, কেহ বলে নিরাকার
কেহ কয় আছে সবার অন্তরে ।।
কেহ বলে আছে প্রভু, কেহ বলে নাই
কেউ বলে সঙ্গে থাকে, সর্বদাই পাই ।
রয়েছে ব্যাপিয়া, পাই না খুজিয়া
মসজিদ গীর্জা কি মন্দিরে ।।
এশিয়া আফ্রিকায়, আমেরিকা অস্ট্রেলিয়ায়
কেহ বলে আছে চীন শহরে ।
মক্কা বারানসী, গয়া গঙ্গা কাশী
হইয়া জঙ্গলবাসী, পাই না তারে ।।
হাটে কি মাঠে, ঘটে কি ঘাটে
গ্রামে শ্মশানে কিংবা কবরে ।
কন্টকও জঙ্গলে, পত্র পল্লব ফুলে
মলয় হিল্লোলে, খেলা করে ।।
সাগর সুনীলে, ভূধর অনীলে
আলো কি অন্ধকারে ।
ক্ষিতি অপ তেজে, মরুতব্যোম মাঝে
দিতেছে ঝংকার, নিরাকারে ।।
চন্দ্র সূর্য তারা, গ্রহ সিতারা
রেখেছে যেমন শূণ্য ভরে ।
বৃক্ষলতাদি, পশু পাখি আদি
সে নামে সদায় নৃত্য করে ।।
ঢাক ডংকায় ঢোলে, বেহালা করতালে
গায়ক গায়িকা গায়, কত সুরে ।
বলে দুর্বিন শা খেয়ে প্রেম নেশা
হয়েছি বেদিশা ভবঘুরে ।।