দুর্বিন শাহ রচিত গান নং ১৫৪

প্রেমবাগানে সই
ফুল ফুটিলো
দেখিলে বাগান
উড়িয়া যায় প্রাণ
পাইয়া ফুলের ঘ্রাণ
ভ্রমরা আসিলো ।।
ফুলের গাছ কি চমৎকার
দেখিতে বাহার
নীচের দিকে
ফুল ফুটিয়া রইলো
শিকড় আকাশে
ডাল রইয়াছে নীচে
তিনটা ডালে ছয়টা পাতা
যোগ ধরিলো ।।
ফুল ধরে যতটা
তাতে নাই বোটা
অনুরাগের বাতাস লেগে
ফুল ঝরিলো
ফুল ফুটে ফুটিয়া
যায় যে ঝরিয়া
আবার ফুটিয়া ফুল
ছলনায় লুকাইলো ।।
যদি ফুল তুলিতে চাও
ধরো পীরের পাও
সন্ধান করিয়া
ফুল তুলিতে হলো
সে ফুলেরই মধু খায়
ফকীর সাধু
অপ্রেমিকে গিয়া কাছে
প্রাণ হারাইলো ।।
ফুলে তিন মহাজন
না যায় চিনন
সাপিনী কাছে নিয়া
বসিয়া রইলো
মুর্শীদ যার ভরসা
বলে দুর্বিন শা
সে হাতে
কৌশলে ফুল তুলিলো ।।