দুর্বিন শাহ রচিত গান নং ১৫৮

প্রেম জিনিসটা কঠিন বিষয়
পিরিতের শেল যার অন্তরে
চক্ষে তার থাকে পরিচয় ।।
মনসুর নামে এক প্রেমিক ছিলো
শরীয়তে কতল করিলো
পোড়া ছালি ভাসাইলো
আনাল হক তবু কয় ।।
এ জমানার প্রেমিক যারা
প্রেম করে না নারী ছাড়া
মানে না পিরিতের ধারা
পয়সা দিয়া প্রেম কিন্যা লয় ।।
পয়সার পিরিত বড়ো লেটা
যৌবনকালে লাগে মিঠা
যৌবনে পড়িলে ভাটা
পয়সার পিরিত আর কি রয় ।।
দুর্বিন শা কয় চিন্তা করো
শুদ্ধ প্রেমের সার উদ্ধার
আসল প্রেমের কুঞ্জি ধরো
রবেনা শমনের ভয় ।।