প্রাণসখি আমায় বলো গো
মনটা আমার কেমন হলো ।।
গিয়াছিলাম জলের ঘাটে
দেখলাম সেরুপ চিত্রপটে গো
নয়ন জলে কলসি ভরে
কাখের কলসি কাখে রইলো ।।
নয়ন বাকা ভঙ্গি বাকা
চূড়ায় ময়ূরের পাখা গো
তাতে রাধার নামটি লেখা
দেখা দিয়া কই লুকাইলো ।।
দেইখে শ্যাম রুপের কিরণ
প্রেমজ্বালাতে প্রাণ উচাটন গো
বিজলী চটকের মতো
দুর্বিন শার প্রাণ কেড়ে নিলো ।।