প্রাণনাথ কই রইলো গো
রজনী হইলো প্রভাত
বলো সখি করলাম কী
অপরাধ গো ।।
কোন রমণীর সাল্লায় পড়ে
ভুলে রইলো মোরে
কেমন করে পাগল মনে
একা থাকি ঘরে
থাকে বন্ধু কতই দূরে
নয়নে পাইনা সাক্ষাৎ ।।
অধরে মিশাইয়া অধর
বন্ধু আমায় করে আদর
তাই তো মনে বিশ্বাস হয়না
সে হইবে রে পর
নয়ন জলে ভাসে সাগর
আসিলো না প্রাণনাথ ।।
কয় দুর্বিন শা সর্বনাশা
কঠিন বন্ধুর হিয়া
তার নামে কলঙ্ক রবে
যাই যদি মরিয়া
গেলো সে আসিবে কইয়া
অপেক্ষায় গেলো সারা রাত ।।